মোযযাম্মিল হক, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : পবিত্র ঈদে মিলাদুন্নাবী সাঃ উদযাপন উপলক্ষে নাসিরনগরের ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে এক মোবারক র্যালীর আয়োজন করে।
আজ মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকায় দরবার শরীফের মাদরাসা প্রাঙ্গন থেকে র্যালী শুরু হয়ে গুরুত্ব পূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। উক্ত র্যালীতে দরবারের ভক্ত মুরিদ ও আশ পাশের এলাকা থেকে আসা মানুষের শ্লোগানে আনন্দের হিল্লোল বয়ে যায়। সবাই শ্লোগান দিতে থাকে মহানবীর আগমন আজকে মোদের খুশির দিন। পরে র্যালীটি মাদ্রাসার প্রাঙ্গনে এসে জমায়েত হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোবারক র্যালীতে নেতৃত্ব দেন দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী, পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দীন আহমাদ আল-হোসাইনী, পীরজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দীক আল-হোসাইনী, পীরজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী, মাওঃ সৈয়দ আশরাফ উদ্দিন শামীম, মাওঃ সৈয়দ জাকারিয়া আহমাদ, মাদরাসা অধ্যক্ষ মাওঃ আবুবকর ভূঁইয়া, মাদরাসার প্রধান হাফেজ মোঃ ফয়েজ মোল্লা সানী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ফান্দাউক মাদরাসার আরবী প্রভাষক মাওঃ হুমায়ুন কবীর, মুফতি শাহআলম মাছুমী প্রমূখ।
সবশেষে পীর সাহেব কিবলাহ মিলাদ শরীফ ও দোয়ার মাধ্যমে মোবারক র্যালীর সমাপ্ত ঘোষণা করেন। উল্লেখ্য দরবার শরীফে আজ বাদ মাগরিব থেকে সারা রাত্র ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নাবী সাঃ উদযাপন মাহফিল অনুষ্ঠিত হবে।