শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে নারী ও শিশু নির্যাতন আইনে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী মোঃ আইয়ুব আলী (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীররাতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইয়াছিনুল হক গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মোঃ ছানা উল্লাহ, এস আই মোঃ আতিকুল আলম খন্দকার সহ একদল পুলিশ নিয়ে পৌর সভার ২নং ওয়ার্ডে মহলুল সুনাম গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ী ঘর থেকে গ্রেফতার করে। মোঃ আইয়ুব আলী মহলুল সুনাম গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র। পুলিশ সূত্রে জানাযায়, হবিগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছিল। উক্ত মামলা তার বিরোদ্ধে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত। সে দীর্ঘ দিন থেকে আসামী হয়ে এত দিন পুলিশের চোখ ফাকি দিয়ে আত্মগোপনে ছিল। গতকাল শুক্রবার গ্রেফতারকৃত আসামীকে থানা থেকে জেল হাজতে প্রেরন করে। #