একটি পাতা রঙ পাখি
মো: দেলোয়ার হোসেন
ছায়া শীতল পল্লবীর-
সবুজের ঝোমটার ঝোঁপে
পাতা রঙ পাখিটি।
লাল ঠোঁটে হলুদ পাতা
ঝরে পড়ুক…
হালকা পাতা রঙে রোদোলা দুপুর।
ঝিলিমিলি ঝড়ো হাওয়া,
হেলে দোলে সবুজের এপিঠ ও পিঠ।
অত:পর _
লাজে লাজুক পাতায়
উঁকি দেয়,
পাতা রঙ পাখিটি।