সৈয়দ সালিক আহমেদ ॥ জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপত্তিত্ত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমও ডিসি ডাঃ দেবলীনা দাস গুপ্ত, নুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা মোঃ শাহিন মিয়া প্রমুখ।
আগামী ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশের ন্যায় হবিগঞ্জ সদর উপজেলায় কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে একীভুতভাবে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার এবং প্রাণী সম্পদ বিভাগ যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করবে। এ রোগটি মুলত কুকুরের কামড় বা আচড়ের মাধ্যমে ছড়ায়। তাছাড়া বন্য অন্যান্য প্রাণীর মাধ্যমেও ছড়ায়।