স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কোরআন ও হাদিসের আলোকে সমাজ ও রাষ্ট্র মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদের কৃফল শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে উমেদনগর জামেয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসায় হবিগঞ্জ পুলিশ প্রশাসন এ অনুষ্ঠানে আয়োজন করে। আল্লামা তোফাজ্জল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-সেবা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সার্কেল) মোঃ রবিউল ইসলাম, ইসলামী ফাউন্ডেশ এর উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান, হবিগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, সাংবাদিক এম এ হাকিম, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওঃ জয়নুল আবেদীন, হবিগঞ্জ দ্বীনি শিক্ষা বোর্ড এর সাধারণ সম্পাদক হাফেজ শামছুল হক।
এর পূর্বে আন্তঃ মাদ্রাসার চূড়ান্ত পর্বে উন্নীত ছাত্রদের মধ্যে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের কূফল শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কওমী মাদ্রাসার বিশিষ্ট ওলামায়ে কেরাম ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ প্রতিনিধিগণ ১৭ টি মাদ্রাসার শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করে চূড়ান্তভাবে ২ গ্র“পের ৬ জনকে পুরস্কারের জন্য মনোনীত করেন। এ ধরণের কার্যক্রমের ফলে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের কূফল সম্পর্কে সচেতনতা তৈরী হবে এবং সমাজ ও রাষ্ট্র থেকে ধীরে ধীরে উল্লেখিত অপরাধগুলি নির্মূল করা সম্ভব হবে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং প্রতিরোধে আলেম উলামাদের এগিয়ে আসার জন্য পুলিশ সুপার আহ্বান জানান।