স্টাফ রিপোর্টার ॥ ‘অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের জন্য ৪র্থ শিল্প বিপ্লব’ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে গণপ্রকৌশল দিবস-২০১৮ ও আইডিইবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (আইডিইবি) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২নং পুলস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ- (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে এসে সমাপ্ত হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এমপি আবু জাহির।
আইডিইবি হবিগঞ্জের সভাপতি ইঞ্জিনিয়ার লায়ন মোঃ জয়নাল উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লায়ন মনসুর রশিদ কাজলের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নয়ন, ইঞ্জিনিয়ার কাজী দেলোয়ার হোসেন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী শেখ মোঃ তরিকুল ইসলাম, শাহজালাল পলিটেকনিক ইনস্টিটিউটেরে অধ্যক্ষ প্রদীপ কান্তি রায়, হবিগঞ্জ আইডিইবি’র সহ সভাপতি সুভাষ কুমার চক্রবর্তী প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বাংলাদেশ সকল ক্ষেত্রেই পিছিয়ে ছিল। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে। ইতোমধ্যে আমরা এমডিজি অর্জন করতে সক্ষম হয়েছি। বর্তমানে আমরা এসডিজি অর্জনের পথে। আর এই অগ্রগতিতে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অগ্রণী ভূমিকা। এ সময় তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগ গ্রহণ ও দেশের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা জনগণের সামনে তুলে ধরার আহবান জানান।
র্যালি শেষে জেলা পরিষদের প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনায় সমাপনী বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কদ্দুছ আলী সরকার ও প্যানেল চেয়ারম্যান নুরুল আমীন ওসমান। অনুষ্ঠানে জেলার সিনিয়র প্রকৌশলীবৃন্দ, বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ এবং জেলার সকল পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসি’র শিক্ষক-ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিল্প কারখানার প্রকৌশলীবৃন্দ এতে স্বতস্ফুর্তভাবে অংশ নেন। র্যালিতে সকলের পড়নেই ছিল ‘অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের জন্য ৪র্থ শিল্প বিপ্লব’ লেখা সংবলিত টি শার্ট এবং ক্যাপ।