নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা দিন ব্যাপী ১০তম ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উপজেলার বালিয়ারী গ্রামে এ মেডিকেল ক্যাম্প শরু হয়েছে। নাছির উদ্দিন তরফরদার মেমোরিয়াল ফাউন্ডেশন এর আয়োজন করে।
একই গ্রামের কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসক কামরুল হাসান তরফদার মেডিকেল ক্যাম্পের উদ্বোধণ করেন।
তিনি জানান, কমপক্ষে সাত হাজার জনসাধারণকে ফ্রি চিকিৎসা দেওয়ার পাশাপাশি রোগীর প্রাথমিক ঔষধও সরবরাহ করা হচ্ছে। ঢাকা থেকে অর্ধশতাধিক চিকিৎসক আনা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে নাককান গলা, হৃদরোগ, ক্যানসার, ডায়াবেটিক, শিশু রোগ, বক্ষব্যাধি, মেডিসিন বিভাগের চিকিৎসক আছেন এখানে।
তিনি আরও জানান, দেশের বেশ কয়েকটি সুনামধন্য কোম্পানী এ ঔষধ দিচ্ছে এবং ঢাকা থেকে অর্ধশতাধিক চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগীতা করছেন স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী।
ডাক্তার কামরুল হাসান তরফদার আর জানান, প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন রোগের চিকিৎসা করা হবে। তবে স্পেশাল চিকিৎসা হিসেবে থাকছে গাইনী, বন্ধ্যান্তদূরীকরণ ও সার্জারি।