এমএইছ চৌধুরী জুনাইদ, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: শায়েস্তাগঞ্জের অলিপুরে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতা ৩ ডাকাতকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার ২ অক্টোবর ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে এ ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ডাকাতরা ভোর রাতে উল্লেখিত স্থানে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে ৩ ডাকাতকে আটক করতে সক্ষম হয়, তাদের সঙ্গীরা পালিয়ে যায়।
স্থানীয় জনতা ৩ ডাকাতকে গণধোলাইয়ের পর পুলিশে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই আব্দুল মুকিতের নেতৃত্বে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলো সিলেট জকিঞ্জের ষাটগ্রাম গ্রামের মইনুল হকের পুত্র রায়হান মিয়া (৪৫), একই উপজেলার লামাগ্রামের মস্তফা মিয়ার পুত্র কামাল মিয়া (২৫) ও বগুড়া গোবিন্দগঞ্জের সাইদ মিয়ার পুত্র জাহিদ মিয়া (২০)। ওইদিন দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ডাকাতদের থানায় জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।