নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামে নুরেছা বেগম (৫০) নামের এক গৃহবধু গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের আব্দুর রউফের স্ত্রী ৫ সন্তানের জননী মঙ্গলবার রাতে খাবার খেয়ে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময়ে ঘরের সকলের অগোচরে একটি কক্ষের জানালার গ্রীলের সাথে গলায় রশি দিয়ে ফাস লাগায়। সকাল বেলায় বাড়ীর লোকজন খোজাখুজি করে তাকে না পেয়ে ওই কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহতের স্বামী ও গ্রামের অনেকেই জানিয়েছেন নিহত মহিলা বেশ কিছু দিন ধরে মানসিক বিকারগ্রস্থ ছিলেন।