বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

দলের নীতি ও আদর্শের লড়াই করতে গিয়ে কারাবন্দি আতাউর রহমান সেলিম

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার বিগত নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম একটি রাজনৈতিক মামলায় সাজার আদেশ থাকায় আত্মসমর্পণ করে বর্তমানে কারাগারে আছেন। এ নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে সর্বত্র। এ ব্যাপারে ব্যাখ্যা দিতে হবিগঞ্জ জেলা যুবলীগ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা যুবলীগ সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী বলেন, আতাউর রহমান সেলিম জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। বর্তমানে তিন টার্ম যাবৎ জেলা যুবলীগের সভাপতি হিসাবে দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করেছেন। কিন্তু তাকে বিরোধী শক্তির মাধ্যমে বার বার কারা নির্যাতিত হতে হয়েছে। তার পরিবারের লোকজনও নিগৃহিত হয়েছেন। ২০০৬ সালের ২৮ অক্টোবর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে লগি-বৈঠা নিয়ে আন্দোলন এবং রাজপথে থাকার ঘোষনা দিয়েছিলেন।

সেই ঘোষনায় উত্তাল হবিগঞ্জ শহরে আতাউর রহমান সেলিমসহ দলীয় নেতাকর্মীরা নেমেছিলেন মাঠে। তখন বিএনপির সাধারন সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছের নেতৃত্বে হামলা এবং ভাংচুর করা হয় হবিগঞ্জ পৌরসভার সাবেক ৫ বারের চেয়ারম্যন ও আওয়ামীলীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরীর বাস ভবন। এই ঘটনার জবাব দিতে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় অবস্থিত জি কে গউছের মালিকানাধিন দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকায় ভাংচুর করা হয়। এই ঘটনায় আতাউর রহমান সেলিমসহ ১২জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। পরে ওয়ান ইলাভেন সরকার ক্ষমতায় আসলে ২০০৭ সালের ১৪ আগস্ট দ্রুত বিচার আইনে এই মামলায় আতাউর রহমান সেলিমসহ তিনজনকে তিন বছর মেয়াদে কারাদন্ড প্রদান করে। আতাউর রহমান সেলিম তখন ঢাকায় পলাতক থেকে নিজেকে রক্ষা করেন।

পরবর্তিতে ২০০৯ সালে আতাউর রহমান সেলিম হবিগঞ্জে এসে আদালতে আত্মসমর্পণ করেন এবং প্রায় ১ মাস কারাগারে থাকার পর আপিলের শর্তে জামিনে মুক্ত হন। পরে আতাউর রহমান সেলিম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপীল দায়ের করেন। এরই মাঝে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে এই মামলাটিসহ বেশ কিছু মামলাকে রাজনৈতিক মামলা হিসাবে তালিকাভুক্ত করে এবং সেগুলো প্রত্যাহারের নির্দেশ প্রদান করা হয়। কিন্তু হবিগঞ্জের অন্যান্য মামলাগুলো প্রত্যাহার করা হলেও এই মামলাটি পরিচালনাকারীদের অসতর্কতায় সেটি সকলের অগোচরে থেকে যায়। আপীলকারী প্রার্থী কোন পক্ষই মামলায় উপস্থিত না থাকলেও ২০১৬ সালের ১৮ এপ্রিল এক আদেশে নি¤œ আদালতের শাস্তি বহাল রাখেন।

যেহেতু আদালত আদেশ প্রদান করেছে তাই আতাউর রহমান সেলিম আইনের প্রতি সম্মান জানাতে আত্মসমর্পণ করে বর্তমানে কারাগারে আছেন। এ নিয়ে বিভিন্ন মন্তব্য আমাদের কানে আসলে আমরা বিভ্রান্তি দূর করতে বিষয়টির ব্যাখ্যা প্রদান করলাম। আতাউর রহমান সেলিমের এই কারাবরণ দলের আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়ন এবং দলের নেতার বাসায় হামলার প্রতিশোধ নিতে গিয়ে হয়েছে। এই কারাবরণ গৌরবের। এর পিছনে রাজনৈতিক বিরোধী শক্তির ষড়যন্ত্র এবং ফখরুদ্দিন-মঈনউদ্দিন সরকারের প্রতিহিংসা রয়েছে।

তিনি আরো বলেন, আতাউর রহমান সেলিমের এই কারাবরণ আর পলাতক থাকতে বাধ্য করার ঘটনা নতুন কিছু নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেমন দলের আদর্শের লড়াই করতে গিয়ে বার বার কারাবরণ করতে হয়েছে, তেমনিভাবে আতাউর রহমান সেলিমকেও দলের কর্মসূচি বাস্তবায়ন এবং আদর্শের লড়াই করতে গিয়ে বার বার কারাবারণ করতে হয়েছে। অনেক নেতা দুঃসময়ে মাঠে না থাকলেও আতাউর রহমান সেলিম কখন মাঠ ছাড়েননি। দেশে যখন অপারেশন ক্লিন হার্ট হয়েছিল তখন আতাউর রহমান সেলিম ৯ মাস ঢাকায় পলাতক অবস্থায় ছিলেন। ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হলে তিনি ৩ মাস কারাগারে ছিলেন। এছাড়াও ক্লিন হার্ট অপারেশনের সময় শুধু তাকে নয়, তার পরিবারের সদস্যদেরকেও নির্যাতন, গ্রেফতার এবং কারাবরণ করতে হয়েছে। সেই সময় মিথ্যা এবং ষড়যন্ত্র মূলক মামলায় তার বৃদ্ধ বাবা, বড় ভাই ও ছোট ভাইসহ তিনজনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়। সে সময় আতাউর রহমান সেলিমের কালিবাড়ি রোডস্থ দোকানঘর ভাংচুর করা হয়।

২০০৪ সালে পৌর নির্বাচনের প্রাক্কালে বিনাকারনে আতাউর রহমান সেলিমকে গ্রেফতার করে। পরে তাকে দেয়া হয় ডিটেনশন। ৪ মাস কারাগারে থাকেন তিনি। বার বার কারাগারে যাওয়ার পরও দলের আদর্শ এবং নীতি থেকে বিচ্যুত হননি তিনি। তাই বিগত পৌরসভার নির্বাচনে বঙ্গবন্ধু শেখ হাসিনার নৌকা প্রতীক বরাদ্ধ করা হয় আতাউর রহমান সেলিমের নামে। জনগনের ভালবাসা থাকলেও পরিকল্পিতভাবে তাকে বিজয়ী হতে দেয়া হয়নি।

পৌরবাসী দেখেছেন- সেই নির্বাচনে বহিরাগত লোক এনে বিভিন্ন ভোট সেন্টারে ভোটারদের নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করা হয়। নির্যাতন এবং ভয়ভীতির কারণে বিভিন্ন সেন্টারে ভোটারগণ ভোটদান থেকে বিরত থাকেন। সে কারণে তিনি নির্বাচিত হতে পারেননি। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হলে নৌকা এবং আতাউর রহমান সেলিমের বিজয় নিশ্চিত হতো।

এতকিছুর পরও রাজপথে থেকে দলকে সু-সংগঠিত করতে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। এখন আমরা আইনী লড়াই করে আতাউর রহমান সেলিমকে বের করে আনব। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আতাউর রহমান সেলিমের নেতৃত্বে হবিগঞ্জের সর্বত্র যুবলীগের নেতাকর্মীরা কাজ করে ৪টি আসনেই নৌকার বিজয় সুনিশ্চিত করবেন ইনশাল্লাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি, শওকত আকবর সোহেল, এসএম আব্দুর রউফ মাসুক, হাজী ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্¥-সাধারণ সম্পাদক বিপ্লব রায়, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ ও তাজ উদ্দিন আহমেদ তাজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!