উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি॥ ইয়াং বাংলা কর্তৃক আয়োজিত জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড ২০১৮ এর সেরা ৫০ এর তালিকায় হবিগঞ্জ জেলার একমাত্র সংগঠন হিসেবে স্থান পেয়েছে নবীগঞ্জ এর রিলেশন টু পিপল।
২০১৫ সাল থেকে শুরু হওয়া এই এওয়ার্ড আসরে এখন পর্যন্ত হবিগঞ্জ জেলা থেকে কোন সংগঠন মনোনীত হয়নি। সে কৃতিত্ব অর্জন করলো নবীগঞ্জ এর রিলেশন টু পিপল সমাজকল্যাণ সংস্থা।
গত ২৮ অক্টোবর রবিবার বিকাল ৪টা থেকে রাজধানীর সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউট এ চলে এই এওয়ার্ড অনুষ্টান।
যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু দৌহিত্র এবং বাংলাদেশ সরকারের এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়। এছাড়াও অনেক মাননীয় মন্ত্রী,প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন উক্ত অনুষ্টানে।
সরাসরি সজীব ওয়াজেদ জয় এর কাছ থেকে সনদ গ্রহন করেছেন সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার প্রতিষ্টা নিয়ে কাজ করা নবীগঞ্জের তরুণ সংগঠন রিলেশন টু পিপল সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সভাপতি ইমতিয়াজ মোহাম্মদ পাপন।