চুনারুঘাট (হবিগহ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে দুঃস্থ শিশু সংস্থার উদ্যোগে ‘আমাদের শিশু আমাদের ভবিষ্যত’ শীর্ষক সেমিনার আজ বুধবার রাজার বাজারে অনুষ্টিত হয়েছে।
মাসুদ আহম্মদের সভাপতিত্বের ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ছিদ্দিকী হারুন, চাটপড়া ফাজিল ডিগ্রী মাদ্রসার অধ্যক্ষ আবু নাসের, প্রভাষক মোস্তাফিজুর রহমান পাপন, শুকদেব পুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক আরজু, শাহ আলমগীর প্রধান শিক্ষক গেড়ারুক জিপিএস, একডালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম, সংস্থার উপদেষ্টা কেএম আনোয়ার, পরিসংখ্যান কর্মকর্তা ছিদ্দিক বিশ্বাস, আমুরোড হাই স্কুল এন্ড কলেজের গর্নিং বডির সদস্য শামসুল আলম, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারন সম্পাদক বিদ্যুৎ পাল, বিশিষ্ট রাজনীতিক মীর সিরাজ, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল’র সহ সভাপতি সাংবাদিক হাছান আলী, চুনারুঘাট রিপোর্টস ইউনিটির সাধারন সম্পাদক আবুল কালাম, রাজার বাজার পরিচালনা কমিটি সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবুল, সাংবাদিক এম এ বাতেন, সাংবাদিক জিলানী আখঞ্জী,যুব নেতা সাপু, যুব নেতা উজ্জল,যুব নেতা আকরাম এমরান, আজিজুল হক নাসির, নাসির উদ্দিনসহ সংস্থার একঝাক কর্মী ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার সচেতন মহল।