মোযযাম্মিল হক মাছুমী, ফান্দাউক দরবার শরীফ থেকে : নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাছুম আল-ক্বাদরী, চিশতী নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (র:) এর জীবন ও কর্ম বিষয়ক গ্রন্থ ”মনের মনিকোঠায় হুজুর ক্বিবলা ফান্দাউকী(র:)” এর প্রচ্ছেদ উম্মোচন করা হয়েছে।
দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনীর এজাজতে নাসিরনগরের তরুণ লেখক শাহরিয়ার কাসেমের লেখা “”মনের মনিকোঠায় হুজুর ক্বিবলা ফান্দাউকী(র:)”বইয়ের প্রচ্ছদ ১০ মহররম শুক্রবার রাতে ফান্দাউক দরবার শরীফ চত্বরে অনুষ্ঠিত হয়।
বইটির প্রচ্ছদ উম্মোচন করেন বাংলাদেশ আঞ্জুমানে যুবমহলের সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা মূফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী।
এসময় তরুণ লেখক শাহরিয়ার কাসেম, ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা আবু বকর ভুইয়া,পীরজাদা মাওলানা সৈয়দ আবু বকর সিদ্দিক আল-হোসাইনী, পীরজাদা মাওলানা সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী, মাওলানা সৈয়দ জাকারীয়া আহমাদ সাত্তারী, সৈয়দ আশ্রাফ উদ্দিন শামীম, মাওলানা মুফতী শাহ অালম মাছুমী, মাওঃ মুফতী মোযযাম্মিল হক মাছুমী প্রমূখ উপস্থিত ছিলেন।