নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
যক্ষা খুজবো ঘরে ঘরে সুস্থ করবো চিকিৎসা করে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব যক্ষা দিবস ২০১৫ উপলক্ষে নবীগঞ্জে আলোচনা র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও হীড বাংলাদেশের যৌত উদ্যেগে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালী শহরের গুরুত্বপর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেবের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা যক্ষা নিয়ন্ত্রন সহকারী সবুজ খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডাঃ আব্দুস সামাদ, ডাঃ ইফতেকার হোসেন চৌধুরী, ডাঃ মির্জা রিয়াদ হাছান, অজিত কুমার রায়, মানিক লাল রায়, মোঃ শাহদাত হোসেন প্রমুখ।