সকাল বেলায় বস্তা হাতে
যায় বেড়িয়ে পথঘাটে।
এটা সেটা কুড়িয়ে তারা
বিক্রি করে রোজ হাটে।
রেল ষ্টেশন আর বাস ষ্টেশনে
করে তারা দিন যাপন,
ঠোকাইদের জীবন কঠিন
আপন বলতে নেই আপন।
ক্ষুদার জ্বালায় ঘুরে ফিরে
দু মুঠো ভাতের জন্য,
বেচেঁ থাকতে করে সংগ্রাম
মাঝে মাঝে হয় হণ্য।
মাতৃ স্নেহের পায়না পরশ
বাবার আদর সেই সাথে,
মাথা গোজার ঠাঁই নেই তাদের
অন্নের জন্য হাত পাতে।
এক পোশাকে দিন কাটায়,
অল্পতেই হয় তুষ্ট,
দানের আশায় চেয়ে থাকে
কেউ যদি দেয় দেখে কষ্ট।
আপনি আমি সবাই মিলে
যদি থাকি তাদের পাশে,
টোকাইরা ও দেখবে আশা
বড় হবে মানুষের বেশে।