মোঃ সুমন আলী খান ॥ দুর্যোগ আর দুর্ঘটনায় সেবার হাত বাড়িয়ে যারা মানুষের পাশে দাঁড়ান, তারাই আছেন ভয়াবহ দুর্ঘটনা ঝুঁকিতে।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশনটি নির্মাণের ৫ বছরেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার ৮নং সদর ইউনিয়নের নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশন ভবনটি প্রাচির হয়ে দ্বাড়িয়ে আছে। ভবনের মূল অংশে সামনের বড় সব কয়টি পিলারে বড় বড় ফাটল, ভিতরের গাড়ি রাখার জায়গা টুকু প্রায় এক ফুট দেবে গেছে। নেই কোন নামাজের স্থান। যার কারণে পানির পাম্প রুমে নামাজের স্থান। ভবনের বৈদ্যুতিক লাইনের বিশাল সমস্যা। ভবনের নেই কোন দরজা জানালা। যা আছে তাও ভেঙ্গে যাচ্ছে। বৃষ্টি হলে ভবনের ভিতরে পানি জমে থাকে। ভবনের চার পাশে কয়েক শতাধিক ছোট বড় ফাটল এবং ৩য় তলায় অফিসার থাকার কোয়াটারের অবস্থা আরো নাজুক।
নবীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ২০১৩ সালে প্রতিষ্ঠিত নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশন ভবন। পদ সংখ্যা ১৪ জনের হলেও কর্মরত রয়েছেন ১২ জন। নেই গাড়ীর ড্রাইভার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার। নবীগঞ্জ ফায়ার স্টেশনের পুরো ভবন জুড়েই সৃষ্টি হয়েছে ভয়াবহ ফাটল। ফাটল ছাড়াও খসে পড়েছে মেঝে ও উপরের ছাদের প্লষ্টার। এখানে সেখানে প্লষ্টার খসে পড়ার ঘটনা ঘটছে প্রায়ই। একই অবস্থা এই ফায়ার স্টেশনের কর্মীদের ব্যারাকেও। এমন পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত কাটাতে হচ্ছে তাদের।
এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশন লিডার মোঃ মফর আলী জানান, আমরা নিজেরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে থাকি কিন্তু আমাদের থাকতে হয় ঝুঁকিপূর্ণ ভবনে। এই ভবন সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগকে বার বার তাগাদা দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে এখানে ১২ জন কর্মী রয়েছেন। যে কোনও মুহূর্তে আমরা দুর্ঘটনার কবলে পড়তে পারি।