হবিগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলায় লিফলেট বিতরণ করে প্রচারনা শুরু হয়েছে।
এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় শহরের জেকে এন্ড এইচকে হাই স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার এ লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী, শিক্ষক, শিক্ষিকা অভিভাবকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।