স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে আলোচিত শিশু সাদিয়া আক্তার ইতি হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তি হলেন, বিরামচর গ্রামের আছকির মিয়ার ছেলে আরিফ চৌধুরী। হত্যাকাণ্ডের দেড় মাস পর গতকাল বৃহস্পতিবার ভোররাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিরামচর গ্রাম থেকে তাকে আটক করে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুজ্জামান জানান-তাকে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে গ্রেফতার দেখানো হয়নি।
উল্লেখ্য, গত ২৪ জুলাই সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের দরিদ্র আব্দুল শহীদের শিশু কন্যা সাদিয়া আক্তার ইতি স্থানীয় মক্তবে পড়তে যায়। বেলা বাড়লেও সে ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে তার স্বজনরা। এ পর্যায়ে ফায়ার সার্ভিস ও সিলেট থেকে ডুবুরি এনে পুকুরেও খোঁজ করা হয়। রাত পর্যন্ত তার কোন সন্ধান না পাওয়ায় রাতেই তার ভাই শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন ২৫ জুলাই সকালে স্থানীয় লোকজন গ্রামের মসজিদের পাশে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ স্থানীয় মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনকে আটক করে। পরদিন আটককৃতদের কারাগারে প্রেরণ করে পুলিশ। ঘটনার দেড় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ৪ আগস্ট মানববন্ধন করেন স্থানীয় জনগণ। মানবন্ধনে বক্তারা ইতি হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ রহস্য উদঘাটনের দাবি জানান।