উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী খাগাউড়া গ্রামের আলোচিত জুনায়েদ হত্যা মামলার অন্যতম আসামী জানু মিয়া ওরফে কেছলি মিয়া(৫৮) কে গ্রেফতার করেছে পুলিশ ।
গত বুধবার দিবাগত রাত ১ টার দিকে নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বানিয়াচং উপজেলার বড়উরি গ্রাম থেকে তাকে আটক করা হয় ।জানু মিয়া বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের মৃত নাদু মিয়ার পুত্র ও জুনায়েদ হত্যা মামলার ৭ নাম্বার আসামী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জুনায়েদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গোপলার বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ কাওছার আলমের নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং উপজেলা বড়উরি গ্রামে অভিযান চালিয়ে জানু মিয়াকে আটক করতে সক্ষম হয় ।গোপলার বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা কাওছার আলম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।