নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় ফুটবল গোলন্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। দুপুর ২টায় উক্ত ফাইনাল খেলায় নবীগঞ্জ পৌরসভা একাদশ বনাম পানিউন্দা ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। খেলায় ২-০ গোলে নবীগঞ্জ পৌর একাদশ চ্যাম্পিয়ান হয়। রানার্স আপ দল পানিউন্দা ইউপি একাদশ।
খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে এবং ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্ট কমিটির সভাপতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা মৎস্যজীবিলীগ সভাপতি ও কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর সুন্দর আলী, জাকির হোসেন, পৌর মৎস্যজীবিলীগ সভাপতি রফিক মিয়া মেম্বার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, মহিলা আওয়ামীলীগ সভাপতি দিলারা হোসেন, শেখ ছইফা আক্তার কাকলী প্রমুখ।
ফাইনাল খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন পৌর একাদশের দলীয় অধিনায়ক কৃতি ফুটবলার এসডি আকাশ, ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন পৌর একাদশের খেলোয়াড় মাসুম। সেরা গোল দাতা নির্বাচিত হন পানিউন্দা ইউপি একাদশের শাহীন।