নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জের সীমান্তবর্ত্তী জগন্নাথপুর থানার শ্যামার গাওঁ গ্রামে গরু দিয়ে জমির ধান খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার সকালে দু’ দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা, শিশুসহ প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ১২ জনকে সিলেট ও বাকী আহতদের নবীগঞ্জ হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।