নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বলেছেন, টাকা অনেকেরই আছে কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করা লোকের খুবই অভাব রয়েছে।
আপনাদের এলাকার কৃতী সন্তান শেখ মহিউদ্দিন জাহেদ লন্ডন প্রবাসী হয়েও দেশের গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে তাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। যারা সমাজে এ ধরনের কাজ করছেন তাদেরকে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব বলে আমি মনে করি। তিনি আরো বলেন, এ জাতীয় ভাল কাজে সমাজের কিছু খারাপ মানুষের চক্ষুশুল হয়। মহিউদ্দিন আহমেদ যে একা না এজন্যই আজকের অনুষ্টানে আসা।
বৃহস্পতিবার দুপুরে অলিমা-মফিজ ফাউন্ডেশনের উদ্দ্যেগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, সনদপত্র ও নগদ অর্থ প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের উপদেষ্টা মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, অলিমা-মফিজ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা লন্ডন প্রবাসী শেখ মহিউদ্দিন জাহেদ।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম.আতাউর রহমান, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু ও করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন, নবীগঞ্জ ইউসিবিএল এর ব্যবস্থাপক মুহিত রঞ্জন ভট্রাচার্য্য, শিক্ষক রুবেল মিয়া প্রমূখ।