মোঃ সুমন আলী খান ॥ দৈনিক সিলেটের ডাক পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠুর পিতা হিরা মিয়া মেমোরিয়েল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা, উপজেলা জাসদের প্রতিষ্টাতা সভাপতি, নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী, নবীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক গর্ভর্নিং বডির সদস্য, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক মরহুম মোঃ আব্দুল মন্নাফের ১৩ তম মৃত্যুবার্ষিকী রবিবার পালিত হয়েছে।
দিনটি পালন উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে গতকাল রবিবার কোরআন খতম, কবর জিয়ারত ও শিরনী বিতরণ করা হয়।
কোরআন খতম, কবর জিয়ারত ও শিরনী বিতরণে অংশ গ্রহন করেন নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক, নবীগঞ্জ আনোয়ারুল উলুম মহিলা মাদ্রাসার প্রতিষ্টাতা মুহতামিম, হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মরহুমের ভাতিজা মাওলানা শাহ আলম, নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মোস্তফা মিয়া(মানিক), নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ ইয়াছিন আহমদ, নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার মোয়াজ্জিন রুমন আহমদ, নবীগঞ্জ থানা মসজিদের ইমাম মাওলানা জাহাঙ্গীর আলম, মরহুমের পুত্র ব্যবসায়ী দেলোয়ার হোসেন টিপু, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু ও ব্যবসায়ী মনোয়ার হোসেন লিপু প্রমূখ। উল্লেখ্য, মরহুম মোঃ আব্দুল মন্নাফ ২০০৫ইং সালের ২ সেপ্টেম্বর ভোরে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।