মোঃজমির আলী,শায়েস্তাগঞ্জ থেকে ॥ সবুজে বাঁচি,সবুজ বাচাঁই, নগর প্রাণ প্রকৃতি সাজাই এই শ্লোগানের মধ্য দিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শায়েস্তাগঞ্জ শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী ২০১৮ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেল ৩টায় শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল হল রুমে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখা ব্যবস্থাপক জহিরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনাল ইনচার্জ মোঃ সাঈদ উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সির ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, মহিলা কাউন্সিলর তহুরা আক্তার লাইজু, সাংবাদিক এম সাজিদুর রহমান, মোঃ জমির আলী ও কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল মাহমুদ।
স্বাগত বক্তব্য রাখেন ইনভেস্টম্যান্ট ইনচার্জ মোঃ আব্দুল মোহিত। প্রধান অতিথি ইসলামী ব্যাংকের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, বিভিন্ন ব্যাংক প্রতিষ্টা হয় আর্থিক লেনদেনের মাধ্যমে ব্যবসার জন্য। কিন্তু ইসলামী ব্যাংক শুধু বাণিজ্যের জন্য প্রতিষ্ঠা হয়নি।
ইসলমী ব্যাংক সার্বিক কল্যানে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তিনি বৃক্ষের উপকারিতার দিক তুলে ধরে বলেন, গাছ বিপদের বন্ধু। এমন নিরব বন্ধু আর নাই। তাই পরিবেশ বান্ধব দেশ গড়ে তুলতে বেশী বেশী গাছ লাগানোর জন্য সকলের প্রতি তিনি আহবান জানান। শেষে উপস্থিত নারী-পূরুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।