চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের লালকেয়ার গ্রামের ফিরোজ মিয়ার পুত্র নাঈম মিয়া (৯) এর মৃতদেহ ফরেষ্ট বিভাগের বাফার জোন জঙ্গলের দক্ষিণ দিকে ৩নং প্লটে বাঁশতলা নামক স্থান থেকে নাঈম মিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার ভোর বেলা পাহাড়ি এলাকাবাসীরা নাঈম মিয়া (৯) এর মৃতদেহ দেখে স্থানীয়রা চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে মাধবপুর সার্কেলের সিনিয়র এএসপি এস.এম রাজু আহমেদ, চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান সহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করে এস.আই গৌরাঙ্গ কুমার বসু নাঈম মিয়ার মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নাঈম মিয়া গত মঙ্গলবার খেলাধুলার জন্য হিমালিয়া বাজারে গেলে খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথে ভিকটিম নাঈম মিয়া নিখোঁজ। পরে নাঈমের পিতা ফিরোজ মিয়া তার ছেলেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। পরদিন বুধবার ভোরবেলা ফরেষ্ট বিভাগের বাফার জোন জঙ্গলের দক্ষিণ তিকে ৩নং প্লটে বাঁশতলা নামক স্থান থেকে নাঈম মিয়ার উলঙ্গ মৃতদেহ দেখতে পায় স্থানীয় জনতা।
এ ব্যাপারে নাঈম মিয়ার পিতা ফিরোজ আলী বাদী হয়ে চুনারুঘাট থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।
ঘটনাস্থল থেকে ফিরোজ আলীর সৎ ভাই জালাল মিয়া (৬০) কে পুলিশ আটক করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
উল্লেখ্য যে, জঙ্গলের কাঁদার মধ্যে নিহত নাঈম মিয়ার গলা লত দিয়ে বাধা ও পায়ে রক্তাক্ত জখমী অবস্থায় পাওয়া যায়। নিহতের পিতা ফিরোজ মিয়া জানান, তার সৎ ভাই জালাল মিয়ার সহিত বিভিন্ন বিষয় দীর্ঘদিন যাবত ধরে বিরোধ চলে আসছিল।