নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইসলামি ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত রবিবার সকালে ইসলামি ফাউন্ডেশন হবিগঞ্জের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শহরের প্রধান সড়কে র্যালী শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ সোলাইমান খাঁনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নুর উদ্দিন বীরপ্রতিক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুল হান্নান, আব্দুল করিম ও মহিউদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।