শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ইসলামী ব্যাংকের ঋন খেলাপী মামলার পলাতক আসামী কাজী হোসাইন তারেককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ৮ টার দিকে শায়েস্তাগঞ্জের লেঞ্জাপারাস্থ মোনালিসা সিনেমা হলের নিকটবর্তী একটি কম্পিউটারের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তারেক শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের কাজী আব্দুন নুরের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার এসআই মোঃ আতিকুল আলম খন্দকার জানান, তারেক শায়েস্তাগঞ্জের ইসলামী ব্যাংক থেকে ঋন নিয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী ঋনের টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে ঋন খেলাপি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারী করা হয়। মামলা নং সিআর-১৪০/১৪।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।