শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে ছাওয়ালপীর মাজার সংলগ্ন পাঁচশত বছরের পুরোনো গায়েবী গজার মাছের পুকুরে (যা মাছেরঘাট নাম পরিচিতি) বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে।
বুধবার (২২ আগস্টা) সকালে স্থানীয়রা পুকুরে মাছ ভেসে উঠছে দেখে পুকুরের খাদেমকে জানায়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ ঢেলেছে।
এখবর পেয়ে আশপাশের গ্রামের মানুষ ও ছাওয়াপীর মাজারভক্ত মানুষ মাছ দেখার জন্য পুকুর পাড়ে ভিড় জমায়।
ছাওয়ালপীর মাজার ও গায়েবী গজার মাছের পুকুরের খাদেম সৈয়দ ফয়সল আহমেদ জানান- বুধবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুকুরে গিয়ে দেখেন মাছ মরে ভেসে উঠছে এবং পানিতে দুর্গন্ধ হচ্ছে। পরে লোকজনের সহযোগিতায় পুকুর থেকে গায়েবী গজার মাছ ৭টি, ছোট-বড় দেশীয় মাছ ১-২ মন হবে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান দৈনিক শায়েস্তাগঞ্জকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বেশ কয়েটি বড় বড় গজার মাছ ও দেশীয় বিভিন্ন জাতের ছোট বড় মাছ মরেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতের আধারে বিষ ঢেলেছিল।