লিভারপুল (যুক্তরাজ্য)প্রতিনিধি : চ্যানেল আই এর মার্সিসাইড প্রতিনিধি ও লিভারপুল বাংলা প্রেসক্লাব ইউ.কে এর মেম্বার আব্দুল হক এর পিতা সেন্টহ্যালেন্স শহরের বিশিষ্ট ব্যক্তি হাজী কুতুব আলী আর নেই। গত শুক্রবার ভোর ২ টায় ওয়ারিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি… .. ওয়া ইন্নালি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
ওই দিন বাদ জুম্মার নামাজ শেষে মরহুমের জানাজার নামাজ ওয়ারিংটন ইসলামিক সেন্টার ও মসজিদে অনুষ্টিত হয়েছে। এতে ম্যানচেষ্টার, ওল্ডহাম,লিভারপুল,বামির্ংহাম সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহরের কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে ওয়ারিংটন মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম হাজী কুতুব আলী সিলেট জেলার ফেঙ্কুগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামের প্রবীণ মুরুব্বী ছিলেন। মৃত্যুকালে স্ব-স্ত্রী, ছেলে- মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে লিভারপুল বাংলা প্রেসক্লাব ইউ.কে, লিভারপুল বিএনপি, জি.এস.সি উইরাল শাখা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেছেন।