শাহ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ থেকে : ঈদ-উল আজহাকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার ও শায়েস্তাগঞ্জ পৌর শহরের বিভিন্ন হাট বাজারগুলোতে ব্যবসায়ীদের মধ্যে জাল নোটের আতঙ্ক বিরাজ করছে।
বিশেষ করে, উপজেলার বিভিন্ন পশুরহাটগুলোতে জাল নোটের আতঙ্ক সবচেয়ে বেশী, কারণ পশুরহাটে কেনাবেচাসহ নগদ টাকা লেনদেন সাধারণত সন্ধ্যার পর বেশী হয়ে থাকে। আলো আঁধারে উক্ত জাল নোট সনাক্ত করা খুবই কঠিন কাজ।
অন্যান্য বারের চেয়ে এবার যেন জাল টাকার আতঙ্ক বেশী কাজ করছে। যার কারণে ক্রেতা-বিক্রেতা সহ ব্যাংক গ্রাহকগন ১০০০ ও ৫০০ টাকার নোট দেখলেই সন্দেহ প্রকাশ করেন।
ব্যবসায়ীদের হাতে প্রতিনিয়ত আসছে জাল টাকার নোট, ঝট ঝামেলা এড়াতে জাল নোট পাওয়া মাত্র তারা তা ছিড়ে ফেলা হচ্ছে বা আগুনে পুড়ে ফেলেন। আর পুলিশের ঝামেলা এড়াতে অনেকেই নীরব ভূমিকা পালন করছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নানামুখি হয়রানী ও বিড়ম্বনাকে পুঁজি করে হুন্ডি ব্যাবসায়ীদের তৎপরতা ইতি মধ্যেই শুরু হয়েছে।
সূত্র জানায়, হবিগঞ্জ ও তৎসংলগ্ন শায়েস্তাগঞ্জের অধিকাংশ মানুষ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন উন্নয়নশীল দেশে বসবাস করে। এসব প্রবাসীরা সাংসারিক খরচাদি সহ নানা প্রয়োজনে কষ্টার্জিত অর্থ দেশে প্রেরণ করেন। নিয়মানুসারে প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে তাদের অর্থ দেশে পাঠানোর কথা। এতে প্রবাসীদের অর্থের হিসাব রাষ্ট্রের নিকট যেমন সংরক্ষিত থাকে তেমনি উক্ত অর্থ থেকে সরকার রাজস্ব পেয়ে থাকে। সারাদিন হাঁড়ভাঙ্গা খাটুনি শেষে উপার্জিত টাকা দেশে পাঠাতে গিয়ে ব্যাংকের লম্বা লাইনে দাড়িয়ে এবং কিছু দাপ্তরীক বিড়ম্বনায় মূল্যবান সময় নষ্ট হয়। এই সমস্ত বিড়ম্বনা এড়াতে এবং মূল্যবান সময় অপচয় রোধ করার জন্য সংশ্লিষ্ঠ প্রবাসীরা হুন্ডি মাধ্যমকে অধিকতর সহজ ও ঝামেলা মুক্ত মনে করেন।
জাল টাকার ছড়াছড়ি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় বিড়ম্বনার শিকার হতে হচ্ছেন ক্রেতা ও বিক্রেতা। জাল টাকার কারবারি চক্রের সঙ্গে সংশ্লিষ্টদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায় জাল নোট এর চক্রটি দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ সহ বিভিন্ন হাট-বাজার, ব্যাংক-বীমা অফিস সহ ব্যবসায়ীদের নিকট জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। চক্রটি শতভাগ লাভবান হয়ে সহজ সরল মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছে। যার ফলে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সহজেই পাওয়া যাচ্ছে জাল টাকার নোট।
শায়েস্তাগঞ্জ পৌর শহরের দোকানপাট ও হাট বাজার গুলোতে ক্রেতারা ৫০০ ও ১০০০ টাকার নোট দিলে বিক্রেতারা টাকা আসল না নকল তা সনাক্ত করতে পারেন না। অনেকেই আবার আসল ও নকল নোট চিনার জন্য স্থানীয় ব্যাংক গুলোর সহায়তা নিচ্ছেন। খুচরা বিক্রেতা থেকে শুরু করে পাইকারী বিক্রেতাদের হাতে আসছে জাল টাকা। আইনি জটিলতা এড়াতে জাল টাকা হাতে পাওয়া মাত্রই ব্যবসায়ীরা তা পুড়িয়ে ফেলেন। জাল টাকার নোটগুলো এতটাই সুক্ষ যে প্রাথমিক ভাবে তা আসল-নকল ধরা কষ্টকর হয়ে পড়েছে। এদিকে জাল টাকার কারণে সাধারণ মানুষ যেমন বিড়ম্বনার শিকার হচ্ছে তেমনি ক্রেতা ও বিক্রেতা উভয়ের মাঝে একটি আতঙ্ক বিরাজ করছে।
সুযোগ সন্ধানী জাল টাকার কারবারীরা কৌশলে বাজারে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। ভুক্তভোগীরা জানান ৫০০ ও ১০০০ টাকার জাল নোট বেশী দেখা যাচ্ছে। জাল নোটগুলো নিত্য নতুন উন্নত প্রযুক্তিতে এতটাই সুক্ষভাবে তৈরী যে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের পক্ষে চিনতে অনেকটা কষ্ট হচ্ছে। এমনকি নতুন ১০ টকার নোটের ওপর ছাপ দিয়ে ৫০ টাকার জাল নোট তৈরি করা হচ্ছে। জাল টাকার জল ছাপা ও নিরাপত্তা সুতা ও দেখা যায়। তাতে করে আসল নকল চিনতে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা বিপাকে পড়ছেন। এমনকি ব্যাংক কর্তৃপক্ষের জাল টাকা চিনতে রীতিমত হিমশীম খেতে হচ্ছে।
এ ব্যাপারে ব্যাংকসহ বিভিন্ন অফিসে প্রচার প্রচারণা চালানো ও জন সচেতনতা যথেষ্ট নয় বললেই চলে। ফলে জনসাধারণ জাল নোট নিয়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। সম্প্রতি জনৈক দোকানী ব্যাংক থেকে ৫০০ টাকা মূল্য মানের ৫০ হাজার টাকার একটি বান্ডিল উত্তোলন করেন এবং ওই বান্ডিলের মধ্যে থেকে ২টি ৫০০ শত টাকার জাল নোট হাতে এলে তা নষ্ট করে ফেলেন।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক শায়েস্তাগঞ্জ বাজারের কয়েকজন মাছ বিক্রেতা জানান, প্রায় সময় জাল নোট হাতে এলে ঝামেলা এড়াতে তা নষ্ট করে ফেলি। তাছাড়া বড় অংকের নোটগুলো ভাল ভাবে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করছি। স্থানীয় ব্যাংক থেকে অনেক সময় টাকা উত্তোলন করতে গেলে জাল টাকা ধড়া পড়ে।
ঈদের আগে হাটবাজারগুলোতে জাল টাকার কারবারী চক্রের তৎপরতার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জাল টাকার কারবারীদের তৎপরতা যে কোন সময়ের চেয়ে অনেক বেশী। এতে করে অনেকেই আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।