আগষ্ট হল শোকের মাসে
দুঃখেল গান গাওয়া,
আগষ্ট হল বুলেট মেরে
স্বপ্ন ভেঙ্গে দেওয়া।
আগষ্ট হল বিশ্বাস ঘাতকদের
গভীর ষড়যন্ত্রে ভরা,
আগষ্ট হল বাংলাদেশের
সম্ভাবনা স্তব্দ করা।
আগষ্ট হল উন্নয়নের মুলে,
পরিকল্পিত আঘাত আনা,
আগষ্ট হল দুষ্টচক্রের হাতে
ধ্বংস যঞ্জের হানা।
আগষ্ট হল জাতীর বিবেক
মুছে ফেলার পালা,
আগষ্ট হল ঘাতকদের প্রতি
সবাই ঘৃনার কথা বলা।
আগষ্ট হল ধ্বংসের মাঝে
স্মৃতি পুঞ্জিবুত করা,
আগষ্ট হল শোক জ্ঞাপনের
তীব্রতায় ভরা।
আগষ্ট মাসে সকলের হোক
এই অঙ্গীকার,
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলায়
ডিজিটাল দেশ গড়ার।
লেখকঃ
উত্তম কুমার পাল হিমেল
সাধারন সম্পাদক
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ
নবীগঞ্জ উপজেলা শাখা,হবিগঞ্জ।
সাবেক সাধারন সম্পাদক
নবীগঞ্জ প্রেসক্লাব।