মোঃ আলমগীর মিয়া নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের লহরজপুর গ্রামের মৃত বাবুল মিয়ার পুত্র হাবিবুর রহমান তাদের বাড়ির পাশে তাদের লীজকৃত মরিচা বিলে গত রবিবার সকালে মাছ ধরতে বাধায় দেয়ায় দুর্বত্তদের হামলায় হাবিবুর রহমান (১৮) গুরুত্বর আহত হন।
আহত হাবিবুর কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় মারা যান।
নিহতের পরিবার সূত্রে জানাযায়, গত রবিবার সকালে মৃত বাবুল মিয়ার বাড়ির পাশে মরিচা বিলে মাছ ধরতে যান একই ইউনিয়নের চরগাও গ্রামে একদল দুর্বত্ত মাছ ধরতে ওই বিলে যান।
এসময় মাছ মারতে থেকে হাবিবুর রহমান মাছ ধরতে বাধা প্রদান করেন এবং তাদের গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বত্তরা তাকে মারধর করে। তার আতœ চিৎকারের বাড়ির অন্য লোকজন এগিয়ে আসলে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় মারা যান।
নিহত হাবিবুর লাশ সুরতাল রিপোট তৈরি করার পর বিকেলে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে নবীগঞ্জ-বাহুবলের দায়িত্ব প্রাপ্ত সার্কেল এ এস পি পারভেজ আলম চৌধুরী ও নবীগঞ্জ থানার সাব ইন্সেপেক্টর মফিজুর রহমান লহরজপুর গ্রামের গিয়ে নিহতের খোজ খবর নেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন। নিহত হাবিবুর রহমানের দাফনের কাজ সম্পূর্ন করেন। নিহতের এ ঘটনায় থানায় এখনও কোন মামলা হয়নি বলে পুলিশ জানায়।