হবিগঞ্জ প্রতিনিধি : দরজায় কড়া নাড়ছে কোরবানি ঈদ। হাতে আর মাত্র কিছু দিন। এরই মধ্যে অনেকে ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। বাজার থেকে আরম্ভ করে পশুর হাটে কোরবানির পশু কেনা সবই চলছে নিজস্ব গতিতে। আর কোরবানির ঈদকে সামনে রেখে ভিড় বাড়ছে মসলার বাজারে। তবে ঈদ এলেই মসলার দাম হয়ে পড়ে বেসামাল।
রান্না করতে যেহেতু মসলা লাগবেই তাই কোনো উপায় না দেখে সাধারণ ক্রেতারা অনেকটা বাধ্য হয়ে চড়া দামেই মসলা কিনতে বাধ্য হচ্ছেন। এভাবে দাম বাড়া নিয়ে ক্রেতাদের ক্ষোভ প্রতিবছরই দেখা যায়। কিন্তু সমাধান মেলে না।
এদিকে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বাড়ছে হু-হু করে। বাজারে আদার দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা, জিরার দাম কেজিতে ২৫ টাকা ও এলাচির দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে। কোরবানির ঈদে সাধারণত মসলা জাতীয় পণ্যের চাহিদা বেশি থাকে। বাজারে চাহিদা স্বাভাবিক থাকলেও সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে মসলার ব্যবসায়ীরা এসব পণ্যের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ ভোক্তাদের।
সংশ্লিষ্টরা জানান, প্রতিবছরই ঈদুল আজহায় কোরবানি ঘিরে বাড়ে মাংসে ব্যবহৃত এসব মসলার দাম। এবারও এর ব্যতিক্রম হয়নি। এছাড়া অতিরিক্ত চাহিদা, পণ্য খালাসে বিলম্ব, ডলারের ঊর্ধ্বগতিতে মসলার বাজারে এ প্রভাব পড়েছে। ফলে বছরের অন্য সময়ের তুলনায় কোরবানি ঈদে মসলার চাহিদা বেশি থাকায় দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। মসলার দাম বৃদ্ধির কথা খুচরা ব্যবসায়ীরা জানালেও পাইকারি দোকানিরা তা অস্বীকার করেছেন।
বানিয়াচংয়ের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে সবধরনের মসলাই নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মসলার দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করায় চাপ পড়ছে ভোক্তাদের কাঁধে।
আমদানির উপর নির্ভরশীল বেশিরভাগ মসলা পাইকারি ও খুচরা বাজারে দামের তফাৎ অনেক বেশি। ফলে বাজারে মসলার দাম বাড়ছে হু-হু করে।
ব্যবসায়ীরা বলেছেন, কোরবানির আগের দিন পর্যন্ত মসলার দাম আরও বাড়তে পারে। তবে কেন বাড়তে পারে এর কোন সদুত্তর দিতে পারেননি তারা। মসলা ব্যবসায়ীরা সারা বছরের লাভ এক কোরবানির ঈদেই তুলে নেন বলে এক ক্রেতা জানান। এদিকে মসলার দাম বাড়ার কথা খুচরা ব্যবসায়ীরা জানালেও পাইকারি দোকানিরা তা মানতে নারাজ।
বানিয়াচং ভোক্তা অধিকার পরিষদের সভাপতি সাহিবুর রহমান জানান, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম তাদের ইচ্ছেমতো বাড়িয়ে নেয়। ফলে এর চাপ পড়ছে আমাদের মতো সাধারণ ক্রেতাদের উপর। যারা নির্দিষ্ট দামের চেয়ে বেশি টাকায় পণ্য বিক্রি করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।