নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা মামলার অন্যতম আসামী ইকবাল হোসেন (৩০) কে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সে এনাতাবাদ গ্রামের রুনু মিয়ার পুত্র।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার এনাতাবাদ গ্রামের জনৈক আবুল কালামের স্কুল পড়–য়া কন্যা গত ৫ আগষ্ট বিকেলে স্কুল ছুটির পর বাড়ীতে যাওয়ার উদ্যেশ্যে রওয়ানা করে।
পথিমধ্যে একই গ্রামের রুনু মিয়ার পুত্র ইকবাল ও মৃত গোলাম রব্বানীর পুত্র জাকারিয়া (রাজু) তাকে জোর পুর্বক ইকবালের ঘরে নিয়ে যায়। এ সময় তারা ওই ছাত্রীকে ধর্ষনের চেষ্টা চালায়। ছাত্রীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের কাছ থেকে ছাত্রীটি রক্ষা পায়। পরে তাকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
এ ঘটনায় ছাত্রীর মা ফাতেমা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। নবীগঞ্জ থানার মামলা নং ৫/২৩৩ তারিখ ০৮/০৮/২০১৮ ইং। এরই ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দেলোয়ার হোসেন একদল পুলিশ নিয়ে তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ইকবালকে গ্রেফতার করে। অপর আসামী জাকারিয়া রাজু পলাতক রয়েছে।