বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন অপটিক্যাল ফাইবার সংযোগ

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: সোমবার, ৬ আগস্ট, ২০১৮

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল প্রায় ১ কোটি গ্রামীণ জনগণকে ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে ১০ জেলার ৩০০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার সংযোগ উদ্বোধন করেছেন। এর মাঝে হবিগঞ্জে ২৩ ইউনিয়ন এই সেবার আওতায় এসেছে। প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানটি লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ভিডিও কনফারেন্সে সংযোগ হয়।

সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, লাখাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ও বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু এবং বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার লোকজন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল জানান, ইনফো সরকার ৩ প্রকল্পের অধিনে এই অপটিক্যাল ফাইবার বসানো হয়েছে। এর ফলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে ইন্টারনেট গতি বেড়ে যাবে বহুগুণ। ফলে প্রত্যন্ত এলাকার লোকজন ই টেলিমেডিসিট, ই কৃষি, স্কুল কলেজে ভর্তি ফরম পূরণ, শিক্ষামূলক ভিডিও ডাউনলোড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ফরম ডাউনলোডসহ গুরুত্বপূর্ণ সেবা নিজের এলাকা থেকেই পাবে। এতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম বাড়ার পাশাপাশি উদ্যোক্তাদেরও আয় বৃদ্ধি পাবে।

বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু জানান, তার ইউনিয়নটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ার পরও প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে তার ইউনিয়নকে বেছে নেয়ায় আবারো প্রমাণ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরাঞ্চলবাসীকে ভালবাসেন। বুল্লা ইউনিয়নে এই সেবা চালু হওয়ায় তার এলাকা আরো উন্নত হবে। শিক্ষার প্রসার ঘটার পাশাপাশি তথ্য প্রযুক্তিতে শহরের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে তার এলাকা।

গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে স্বাধীনতার সুফল এবং সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া। ১০ জেলার ৩০০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার সংযোগ উদ্বোধনকালে তিনি বলেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে স্বাধীনতার সুফল এবং সরকারের সেবা সমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং এই লক্ষ্য অর্জনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চীন সরকারের সহযোগিতায় ১০ জেলার ৩০০ ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে। হবিগঞ্জ, নীলফামারি, কুড়িগ্রাম, বগুড়া, পটুয়াখখালী, নারায়ণগঞ্জ, গাজীপুর, নেত্রকোনা, রাজশাহী ও চাঁদপুর জেলার ৩০০ ইউনিয়নের প্রায় ১ কোটি জনগণ এই সুবিধা ভোগ করবে। দেশের ২৬০০ ইউনিয়ন অপটিক্যাল ফাইবার সংযোগের আওতায় আনার লক্ষ্যে ২০৩৯ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধু মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আবাসনসহ সরকারি সব ধরনের সেবা ধাপে ধাপে জনগণের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন।

এখন আমরা তাঁর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তাঁর ডিজিটাল ভিশন কর্মসূচির প্রেক্ষাপট বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর পরে আওয়ামী লীগ যখন ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত ছিল না এবং দেশে কম্পিউটারের ব্যবহার ছিল বিরল। ক্ষমতা গ্রহণের পরে জনগণের সামনে কম্পিউটার সহজলভ্য করতে কম্পিউটার ও এর যন্ত্রপাতির কর প্রত্যাহার করেছি এবং এ সময় কম্পিউটার বিষয় শিক্ষা ও প্রশিক্ষণের উদ্যোগ প্রহণ করি। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে ডিজিটাল বাংলাদেশ ভিশন কর্মসূচি বাস্তবায়ন শুরু করে। যাতে জনগণ কারিগরি শিক্ষায় পিছিয়ে না থাকে এবং যাতে তারা উন্নত বিশ্বের সঙ্গে তার মিলিয়ে এগিয়ে যেতে পারে।

তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে সরকার ভোলা জেলার প্রত্যন্ত চর কুকরিমুকরি থেকে শুরু করে গোটা দেশে ৫২০০টি ডিজিটাল সেন্টার গড়ে তুলেছে। শেখ হাসিনা বলেন, সরকার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি অফিসের ২৫,০০০ ওয়েবসাইট নিয়ে বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল চালু করেছে এবং ৮,৫০০টি পোস্ট অফিসকে ডিজিটাল সেন্টারে রূপান্তরিত করেছে। পরে প্রধানমন্ত্রী নীলফামারি, কুড়িগ্রাম, বগুড়া, নেত্রকোনা এবং রাজশাহী জেলার ৫ ইউনিয়নের ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার সুবিধাভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় করেন। ডাক টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মুস্তাফা জব্বার এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আইসিটি বিভাগের সচিব জুয়েনা আজিজ প্রকল্পের ওপর অডিওভিজুয়াল বিবরণ উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!