আজিজুল ইসলাম সজীব : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
অবৈধ দোকানপাট উচ্ছেদে নেতৃত্বে দেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মুকলেছুর রহমান। এ সময় র্যাব-বিজিবি ও পুলিশের একাধিক টিম উপস্থিত ছিল।
বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের মাধবপুর উপজেলার সামনে মহাসড়কের দুই পাশে গড়ে উঠা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
সূত্রে জানা যায়, দীর্ঘ দিন বেশ বছর ধরে কিছু স্থানীয় প্রভাবশালীরা এক শ্রেণীর লোকজন দিয়ে মহাসড়কের রাস্তার দুই পাশে অবৈধ দোকানপাট তৈরি করে ব্যবসা করে আসছিল। এতে করে চলাচলের প্রতিবন্ধকতাসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ঘটেছে প্রাণহানি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকলেছুর রহমান জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের দু’পাশেই অবৈধভাবে শতাধিক দোকানপাট গড়ে উঠেছে। বেশ কয়েকবার তাদেরকে নিষেধ করলেও কোন কর্ণপাত করেনি। তাই প্রশাসন বাধ্য হয়েছে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করেছে। উচ্ছেদ অভিযান শুধুমাত্র শুরু করেছি সবটুকু জায়গায় উচ্ছেদ
করার আগ পর্যন্ত লাগাতার এই উচ্ছেদ অভিযান চালিয়ে যাব।