স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পিতবার সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সরকারের তরফে বলা হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে চার দিন ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন আজ ব্যাপক রূপ নেয়ার দিনে এ সিদ্ধান্ত আসলো। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন জানান উদ্ভুত পরিস্থিতিতে শুধু আজ বৃহস্পতিবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে।