নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে ভেজাল খাদ্য তৈরীর অভিযোগে দুই বেকারীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের নেতৃত্বে শহরের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানে ভেজাল খাদ্য তৈরি করার অভিযোগে পৌর এলাকার চরগাও গ্রামে অবস্থিত আনজুম ফুড প্রোডাক্টকে ২০ হাজার টাকা ও ডাক বাংলো রোডে অবস্থিত মৌলা বেকারীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে নবীগঞ্জ উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকি উপস্থিত ছিলেন।