শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ -হবিগঞ্জ সড়কে চলাচলকারী সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছে মতো অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সিএনজি চালক ও যাত্রীদের মধ্যে প্রতিনিয়তই ঘটছে বাক-বিতন্ডাসহ হাতাহাতির ঘটনাও।
অথচ বিষয়টির উপর নজর নেই সংল্লিষ্ট কর্তৃপক্ষের। জানা যায়, সিএনজি যোগে হবিগঞ্জ শহর থেকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে ২৫ টাকা এবং নতুনব্রীজে ৩০ টাকা ভাড়া নির্ধারিত রয়েছে। কিন্তু তা অমান্য করে সিএনজি চালকরা রাত ১০ টার পরেই ইচ্ছে মতো অতিরিক্ত ভাড়া আদায় করে আসছেন।
রাতে বিকল্প যাতায়াতের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত তাই মানতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। এ নিয়ে যাত্রী ও চালকদে মধ্যে প্রায়ই ঘটে বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা।
এ বিষয়ে ভোক্তভোগীরা অভিযোগ করে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কড়া নজর দেয়া প্রয়োজন।