স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের ২০১৮-১৯ সনের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আজ। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে হবিগঞ্জ আসছেন দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্ঠা ইকবাল সোবহান চৌধুরী।
হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া জানান, হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের ৩য় তলায় নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্ঠা ইকবাল সোবহান চৌধুরী।
বিশেষ অতিথি থাকবেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, জেলা প্রশাসক মাহমুদল কবির মুরাদ, হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা, শেখ হাসিনা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সুফিয়ান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, হবিগঞ্জ ক্যাবল টিভি নেটওয়ার্কের এয়ার লিংক এর চেয়ারম্যান নাজমুল আনাম খান তুহিনসহ হবিগঞ্জের সর্বস্তরের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উক্ত অনুষ্ঠান সুন্দর-সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেন।