নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে সাহা ব্রাদার্স দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ক্রিকেট লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ।
জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ ফখরুজ্জামানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও যুগ্ম সম্পাদক বদরুল আলম প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, অ্যাডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভূ, হুমায়ূন কবির চৌধুরী সাহেদ, আবুল কালাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন ও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল প্রমুখ। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ১৬টি দল অংশ নিচ্ছে।