হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে হবিগঞ্জের জেলা প্রশাসন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলমের সভাতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু জাকির সেকান্দর, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইসহাক আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহসান, বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান প্রমুখ।