মিজানুর রহমান সুমন, দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : হবিগঞ্জ জেলার শাযেস্তাগঞ্জ থানাধিন ঢাকা-সিলেট মহাসড়কের কদমতলী নামক স্থানে দ্রুতগামী ট্রাক চাপায় এক শিশু গুরুতর আহত হয়েছে।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে।
রোববার (২২ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টায় শায়েস্তাগঞ্জের কদমতলী নামক এ দুর্ঘটনা ঘটে।
আহত শিশু কদমতলী এলাকার সিরাজ মিয়ার মেয়ে সিতু (৫)।
উত্তেজিত স্থানীয় লোকজন রাত ৭টা এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছে।
ঘটনাস্থলে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী ইমান আলী জানান, মেয়েটি রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে পিছন থেকে অভারটেক করে আসা একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত বেগে এলাকা ত্যাগ করে।
শাযেস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুর রহমান দৈনিক শায়েস্তাগঞ্জ কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।