এ কে এম নুরুজ্জামান তরফদার স্বপন : ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আজমপুর বিওপির বিশেষ অভিযান পরিচালনা করে গত ২১ মার্চ ঘটিকায় আজমপুর নামক স্থানে হতে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া (৩৫), পিতাঃ মৃত মোঃ খালেক মিয়া, গ্রামঃ আজমপুর, পোষ্টঃ আজমপুর, থানাঃ আখাউড়া, জেলাঃ বধাহ্মণবাড়িয়া কে হাতে নাতে গ্রেফতার করা হয়। বাকি ৩ জন মাদক ব্যবসায়ী বিজিবির উপস্তিতি টের পেয়ে পালিয়ে যায়।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম-২০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন।
লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম আরও বলেন, যেহেতু মদক মাদক যুব সমাজকে ধ্বংসে করে অন্ধকারে দিকে ধাবিত করছে সেহেতু মাদক বিরোধী অভিযানে সকল সুশীল সমাজের নাগরিকদের এগিয়ে আসার আহব্বান জানান এবং মাদকের সাথে সম্পৃত সকল অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি গ্রহণের ক্ষেত্রে সার্বিক সহযোগীতা কামনা করেন।