হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচংয়ে নাজমুল হাসান জাহেদ একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে ভিত্তিফলক উন্মোচন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ কেসি এমজি।
তাঁর গ্রামের বাড়ি বানিয়াচং সদর কামালখানি মহল্লায় ৩ কোটি টাকা ব্যয়ে নাজমুল হাসান জাহেদ একাডেমি প্রতিষ্ঠিত করা হচ্ছে। একাডেমির ভূমির পরিমাণ ১ একর ৯ শতক। স্যার ফজলে হাসান আবেদের জ্যেষ্ঠ ভাই প্রয়াত নাজমুল হাসান জাহেদ। তিনি ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, শহীদ বুদ্ধিজীবী সাইদুল হাসানের ছেলে আন্দালিব হাসান, ব্র্যাকের চিফ ইঞ্জিনিয়ার সৈয়দ মিছবাউল মুরশেদ, ব্র্যাকের হবিগঞ্জ জেলা প্রতিনিধি ফিরোজ কবির, বানিয়াচং উপজেলা উন্নয়ন সমন্বয়কারী কেএইচ এম মিজানুর রহমান, হবিগঞ্জ জেলা আঞ্চলিক ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ) ভৈরব বিশ্বাস, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খান, সেক্রেটারি তোফায়েল রেজা সোহেলসহ গণমাধ্যমকর্মী ও এলাকার মুরুব্বিগণ।