হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে প্রাইভেটকার চালক মোশারফ হত্যা মামলা প্রধান দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে পিবিআই।
গ্রেফতারকৃত হল, মুন্সীগঞ্জ জেলার শরিনগর থানার বিক্রমপুর গ্রামের আমির হোসেনের ছেলে আফজাল হোসেন (৩০) ও কুমিল্লা জেলার মেঘনা থানার চাঁননপুর গ্রামের আলী হোসেনের ছেলে সিএনজি চালক সুমন মিয়া (৩৫)।
গত মঙ্গলবার দিবাগত রাতে পিবিআই এর ওসি ফরিদুল ইসলাম ফরিদের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা যাত্রা ঘরে ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গত বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডের আবেদন চেয়ে হাবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আদালতে প্রেরণ করা হলে আদালতে প্রেরিত ফেরদৌসকে কারাদণ্ড এবং রিমান্ড শশাঙ্কের তারিখ নির্ধারণ করা হবে।
মামলার বিবরণে জানা যায়, ২৭ মে উল্লেখ ৫ জন লোক মোশারফের প্রাইভেটকারটি সিলেট জাফলং থেকে ভাড়া নেওয়া হয়েছে। সেই দিন রাতে মোশারফকে খুন করে প্রিভেটকারটি ছিনতাই করে নিয়ে যায়।
এবং গত ২8 মে বাহুবলের রূপ শংকরপুর গ্রামের পাশ থেকে মোশারফের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তার ভাই বাদী হয়ে বাহুবল থানার মামলা দায়ের করেন। তবে বাহুবল থানার পুলিশ কোনও হস্তান্তর করতে না পারলে মামলাটি হস্তান্তর করা হবে।
মোশারফ হোসেন মজুমদার (৩৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা মধুপুর গ্রামের আব্দুল মোত্তালিবের ছেলে।
সে দীর্ঘদিন ধরে সিলেট জিন্দা বাজার থেকে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। এবিষয়ে সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী জানান এ হত্যাকান্ডের জরিত আসামীদের ধরতে আমরা যতেষ্ট সক্রিয় ছিলাম অবশেষে গ্রেফতার হয়েছে আসামী বাকি আসামীদের ধরতে আমরা সচেষ্ট ।
পিবিআইর ইন্সপেক্টর মোঃ ফরিদুল ইসলাম জানান মামলার শতভাগ তদন্ত অগ্রগতি হয়েছে দুইজনকে গ্রেফতার করেছি তবে তাদের রিমান্ড অতিব জরুরী তাদের জিজ্ঞাসাবাদে সবকটি আসামী ধরতে সহজ হবে। প্রাথমিক অবস্থায় তাদের দেয়া তথ্য অনুযায়ী বাকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।