হবিগঞ্জ প্রতিনিধি : এক বিধবা যুতবীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক লম্পটকে ৫ বছরের সাজাপ্রাদন করেছেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।
একই সাথে ৫ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করা হয়।
মামলার বিবরণে জানা যায়, বানিয়াচং সদরের যাত্রপাশা গ্রামের আরিফ উল্লাহর কন্যা দুলেনা আক্তারকে বিয়ে দেওয়া হয় শায়েস্তাগঞ্জ চন্দ্রমত গ্রামের জাহির মিয়া নামে এক ব্যক্তির সাথে। সম্প্রতি জাহির মিয়া সড়ক দুর্ঘটনায় মারা যায়। এর পর থেকে সে তার শশুর বাড়িতেই সন্তানাদি নিয়ে বসবাস করে আসছে।
সম্প্রতি তার উপর কু নজর পরে একই গ্রামের আব্দুর রহমানের পুত্র লম্পট জাহাঙ্গীর মিয়া (২৫) এর। প্রায়ই সে তাকে সুযোগ বুঝে কু প্রস্তাব দিত। এতে দোলেনা রাজি না হলে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে উঠে। ১৪ সালের ১১ মে রাতে কেউ বাড়িতে না থাকার সুযোগে জাহাঙ্গীর কৌশলে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দোলেনা কে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্ঠা চালায়।
এতে সে বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে লম্পট জাহাঙ্গীর পালিয়ে যায়। পরে আদালতে মামলা দায়ের করলে স্বাক্ষী প্রমান শেষে আদালত এ দন্ডাদেশ প্রদান। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন। রায়ের সময় আসামী পলাতক ছিল।