মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হোটেল হাই-ওয়ে ইন’র নিকট ট্রাকের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হচ্ছে বি-বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের মৃত বহরাজ চৌধুরীর ছেলে ভোজন চৌধুরী (২৮) ও হরিজন দাসের ছেলে সুজন দাস (২৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানান-ওইদিন সন্ধ্যা ৭ টার দিকে মাধবপুর থেকে একটি মোটর সাইকেল যোগে শায়েস্তাগঞ্জ যাবার পথে উলেখিত স্থানে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১৪-৩৭৫৭) মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী ভোজন চৌধুরী ও সুজন দাস মারা যায়। এসময় ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় উপজেলা সদরে জনতার সহযোহিতায় পুলিশ ট্রাক ও হেলপার সুহিলপুর গ্রামের মৃত আঃ রহমানের ছেলে ফরহাদ মিয়াকে আটক করে।