হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যমুনা ইন্ডাষ্ট্রিয়াল পার্কের বহুতল ভবনের ৩০ ফুট উপর থেকে মাথায় পাইপ পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত তপু ঘোষ (১৮)। তপু উপজেলার জগদীশপুর গ্রামের রতন ঘোষের ছেলে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তপুর সহকর্মী শ্রমিক আবু বক্কর জানান, সকালে তপু যমুনা ইন্ডাষ্ট্রিয়াল পার্কে বহুতল ভবনের নিচে কাজ করছিলেন। এ সময় ভবনের ৩০ ফুট উপর থেকে লোহার একটি পাইপ তার মাথার ওপরে পড়লে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা মো. সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।