ডেস্ক : বিশ্বকাপে নক আউট পর্ব শেষে শুক্রবার (৬ জুলাই) থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের খেলা। অর্থাৎ ৮টি দল সেমির লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু এ ৮ দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে খুবই সতর্ককার সঙ্গে খেলতে হবে কোয়ার্টারের ম্যাচ। যারা এরই মধ্যে একটি করে হলুদ কার্ড পেয়েছেন তারা কোয়ার্টারের ম্যাচে যদি আবারও হলুদ কার্ড পেয়ে বসেন তাহলে সেমিফাইনাল মিস করতে হবে।
চলতি রশিয়া বিশ্বকাপে শেষ ষোল পর্যন্ত ১৮৯টি হলুদ কার্ড হজম করতে হয়েছে ৩২ দলের খেলোয়াড়দের। রয়েছে ৪টি লাল কার্ডও। গড় হিসাব করলে রেফারি ম্যাচপ্রতি ৩ দশমিক ৪০টি কার্ড দেখিয়েছেন।
নক আউট পর্ব শেষ বিশ্বকাপের দৌঁড়ে টিকে আছে ৮টি দল। কিন্তু এ আট দলের ৩২ খেলোয়াড় এরই মধ্যে একটি করে হলুদ কার্ড হজম করেছেন। ফিফার বর্তমান নিয়ম মতে, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দু’টি হলুদ কার্ড হজম করলে পরের ম্যাচে সাইড বেঞ্চে বসে খেলা দেখতে হবে। আগে এ নিয়ম ছিল, পরপর দু’টি ম্যাচে হলুদ কার্ড ‘হজম’ করলে পরের ম্যাচ নিষিদ্ধ হবে।
সব দলের ৩২ তারকা খেলোয়াড় এ তালিকায় রয়েছেন।
ব্রাজিল: নেইমার, কুতিনহো, লুইস
ফ্রান্স: অলিভিয়ের জিরুদ, বেনজামিন পাভার্ড, পল পগবা, কোরেন্তিন তোলিসো
ক্রোয়েশিয়া: মার্সেলো ব্রোজোভিচ, ভেদ্রান কোরলুকা, তিন জেদভাজ, মারিও মান্দজুকিচ, মার্কো পিয়াসা, ইভান রাকিটিচ, আন্তে রেবিচ, সিমি ভ্রসালজকো
উরুগুয়ে: রদ্রিগো বেনতানকার
বেলজিয়াম: কেভিন ডি ব্রুইনা, লিন্ডার ডেনডোনকার, থমাস মুনিয়ের, ইউরি টিয়েলেমানস, জ্যঁ ভারতোনঘেন
ইংল্যান্ড: জর্ডান হেন্ডারসন, রাবেন লোফটাস-চিক, জেসে লিংগার্ড, কাইল ওয়াকার
রাশিয়া: ইউরি গাজিনস্কি, আলেক্সান্দার গোলোভিন, ইলিয়া কুতেপভ, ফয়োডর স্মোলভ, রোমান জোবনিন
সুইডেন: ভিটর ক্লায়েসন, আলবিন একডাল
এ তালিকায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ক্রোয়েশিয়া। দলটির ৮ জন খেলোয়াড়ই হলুদ কার্ড পেয়েছেন। এ তালিকা যথাক্রমে বেলজিয়াম-রাশিয়া ৫ জন করে, ফ্রান্স ৪, উরুগুয়ে ১, ইংল্যান্ড ৪, সুইডেনের ২ জন খেলোয়াড় হলুদ কার্ড পেয়েছেন।
এরই মধ্যে কোয়ার্টারে বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিলের ক্যাসিমিরো খেলতে পারছেন
বাম থেকে- নেইমার, কুতিনহো, ইভান রাকিটিচ, পল পগবা
না। তিনি এরই মধ্যে দু’টি হলুদ কার্ড পেয়ে ওই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। একই পরিণতি সুইডেনের মিকায়েল লাস্টিগের। তাকেও সাইড বেঞ্চে বসে খেলা দেখতে হবে।
শুক্রবার রাত ৮টায় ফ্রান্স মুখোমুখি হবে উরুগুয়ের, রাত ১২টায় ব্রাজিল মুখোমুখি হবে বেলজিয়ামের।
পরদিন শনিবার (৭ জুলাই) রাত ৮টায় ইংল্যান্ড খেলবে সুইডেনের বিপক্ষে, আর অন্য খেলায় রাত ১২টায় রাশিয়া মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।